Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

 সেবার তালিকাঃ

ক্রম

কার্যক্রম

সেবা

সেবাদানকারী

01

পল্লী সেবা কার্যক্রম

পল্লী এলাকার দরিদ্র জনগণকে সংগঠিত করে প্রশিক্ষণ প্রদান, সঞ্চয় বৃদ্ধি এবং মাথাপিছু সর্বোচ্চ 30 হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান

উপজেলা সমাজসেবা কার্যালয়,কালুখালী,রাজবাড়ী।

02

পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম

পল্লী এলাকার দরিদ্র নারীদেরকে সংগঠিত করে প্রশিক্ষণ প্রদান, সঞ্চয় বৃদ্ধি এবং মাথাপিছু সর্বোচ্চ 30 হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান

উপজেলা সমাজসেবা কার্যালয়,কালুখালী,রাজবাড়ী।

03

দগ্ধ ও প্রতিবন্ধীদের পুরবাসন কার্যক্রম

ক্ষতিগ্রস্থদের জনপ্রতি 5 হাজার টাকা হতে 25 হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান

উপজেলা সমাজসেবা কার্যালয়,কালুখালী,রাজবাড়ী।

সামাজিক নিরাপত্তা কার্যক্রম

04

বয়স্ক ভাতা

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় নির্বাচিত বয়্ক ব্যক্তিদের জনপ্রতি বিদ্যমান মাসিক 500/- টাকা হারে বয়স্ক ভাতা প্রদান।

উপজেলা সমাজসেবা কার্যালয়,কালুখালী,রাজবাড়ী।

05

 বিধবা ও স্বামী নিগৃহিতা দুঃস্থ্য মহিলা ভাতা

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় নির্বাচিত বিধবা ও স্বামী নিগৃহিতা দুঃস্থ্য মহিলা  ব্যক্তিদের জনপ্রতি বিদ্যমান মাসিক 500/- টাকা হারে  বিধবা ভাতা প্রদান।

উপজেলা সমাজসেবা কার্যালয়,কালুখালী,রাজবাড়ী।

06

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় নির্বাচিত প্রতিবন্ধী ব্যক্তিদের জনপ্রতি বিদ্যমান মাসিক 700/- টাকা হারে প্রতিবন্ধী ভাতা প্রদান।

উপজেলা সমাজসেবা কার্যালয়,কালুখালী,রাজবাড়ী।

07

 বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় নির্বাচিত বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জনপ্রতি মাসিক 500/- টাকা হারে ভাতা প্রদান।

উপজেলা সমাজসেবা কার্যালয়,কালুখালী,রাজবাড়ী।

08

হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় নির্বাচিত হিজড়া জনগোষ্ঠীর  জনপ্রতি মাসিক 500/- হারে ভাতা প্রদান।

উপজেলা সমাজসেবা কার্যালয়,কালুখালী,রাজবাড়ী।

09

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের 4 টি স্তরে বিভক্ত করে বৃত্তি প্রদান করা হয়।

প্রাথমিক স্তর জনপ্রতি মাসিক 500/-

মাধ্যমিক স্তর জনপ্রতি মাসিক 600/-

উচ্চমাধ্যমিক স্তর জনপ্রতি মাসিক 700/-

উচ্চতর স্তর জনপ্রতিমাসিক 1200/-

উপজেলা সমাজসেবা কার্যালয়,কালুখালী,রাজবাড়ী।

10

বেদে ও অনগ্রসর শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি

বেদে ও অনগ্রসর শিক্ষার্থীদের 4 টি স্তরে বিভক্ত করে বৃত্তি প্রদান করা হয়।

প্রাথমিক স্তর জনপ্রতি মাসিক 300/-

মাধ্যমিক স্তর জনপ্রতি মাসিক 450/-

উচ্চমাধ্যমিক স্তর জনপ্রতি মাসিক 600/-

উচ্চতর স্তর জনপ্রতিমাসিক 1000/-

উপজেলা সমাজসেবা কার্যালয়,কালুখালী,রাজবাড়ী।

           

 

 

11

হিজড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি

হিজড়া শিক্ষার্থীদের 4 টি স্তরে বিভক্ত করে বৃত্তি প্রদান করা হয়।

প্রাথমিক স্তর জনপ্রতি মাসিক 300/-

মাধ্যমিক স্তর জনপ্রতি মাসিক 450/-

উচ্চমাধ্যমিক স্তর জনপ্রতি মাসিক 600/-

উচ্চতর স্তর জনপ্রতিমাসিক 1000/-

উপজেলা সমাজসেবা কার্যালয়,কালুখালী,রাজবাড়ী।

12

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা

সরকার কর্তৃক মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের মধ্য হতে নির্বাচিত প্রত্যেক মুক্তিযোদ্ধাকে বা তার পরিবারকে মাসিক 10000/-টাকা হারে সম্মানী ভাতা প্রদান করা ।

উপজেলা সমাজসেবা কার্যালয়,কালুখালী,রাজবাড়ী।

এতিম, বিশেষ চাহিদা সম্পন্ন অবহেলিত,দুঃস্থ ও বিপন্ন শিশুদের অধিকার সুরক্ষা, প্রতিপালন, কল্যাণ, উন্নয়ন,পুনবাসন

13

সরকারি শিশু পরিবার এতিম শিশু প্রতিপালন ও পুর্নবাসন

 6-9 বছরের  বছরের এতিম ও দুঃস্থ শিশুদের পারিবারিক পরিবেশে স্নেহও আদর যত্নের সাথে  18 বছর পর্যন্ত লালন পাল শিক্ষা ও প্রশিক্ষণ ও পুর্নবাসন

রাজবাড়ী জেলার সকল উপজেলার এতিম শিশু সরকারী শিশু পরিবার বিনোদপুর,রাজবাড়ী।

 

14

সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম।

6-9 বছরের দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের পারিবারিক পরিবেশে স্নেহও আদর যত্নের সাথে 18 বছর পর্যন্ত লালন পাল শিক্ষা ও প্রশিক্ষণ ও পুর্নবাসন

রাজবাড়ী জেলার সকল উপজেলার দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের ,সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম,  ইয়াছিন স্কুল সংলগ্ন , সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম ,রাজবাড়ী।

15

অটিজম শিশুদের শিক্ষা কার্যক্রম

অষ্টিক শিশুদের শিক্ষা কার্যক্রম

রাজবাড়ী জেলার সকল অটিজম শিশুদের প্রত্যয় স্কুল রেলওয়ে মাঠ সংলগ্ন ,রাজবাড়ী।

16

 প্রবেশন ও আফটার কেয়ার কর্মসূচী বাস্তবায়ন

মাননীয় আদালতের নির্দেশে প্রথম ও লঘু অপরাধের দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের শাস্তি প্রদান স্থগিত রেখে প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে পারিবারিক/ সামাজিক পরিবেশে রেখে সংশোধন ও আত্মশুদ্ধির ব্যবস্থা গ্রহণ।

কারাবন্দি ব্যক্তিদের শিক্ষা ও বৃত্তিমুলক প্রশিক্ষণ প্রদান।

সাজাপ্রাপ্ত শিশুদের কারাগারে না রেখে কিশোর/কিশোরী উন্নয়ন কেন্দ্রে প্রবেশন  অফিসার/সোসাল কেইস ওর্য়াকারের তত্ত্বাবধানে কাউন্সিলিং এর মাধ্যমে শিশুর মাসসিক উন্নয়ন এবং সংশোধন।

প্রবেশন অফিসার , রাজবাড়ী।

(রাজবাড়ী জেলার সকল উপজেলা)

17

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

কম্পিউটার,দর্জি বিজ্ঞান, বাটিক ও ব্লক তৈরি প্রশিক্ষণ

শহর সমাজসেবা কার্যালয়, রাজবাড়ীর মাধ্যমে (রাজবাড়ীর জেলার সকল উপজেলার জনগণকে প্রশিক্ষণ )

 

 

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমুহকে নিবন্ধন ও সহায়তা

18

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহ নিবন্ধন ও নিয়ন্ত্রন।

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমুলক সংগঠনের নামকরণের ছাড়পত্র প্রদান ,1961 সালের স্বেচ্চাসেবী  সমাজকল্যাণ সংস্থা সমুহ (নিবন্ধন ও নিয়ন্ত্রন) অধ্যাদেশ 2 (চ) ধারায় বর্ণিত সেবামূলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/প্রতিষ্ঠান/সংগঠন/ বেসরকারী এতিমখানা/ক্লাব নিবন্দন ।

জেলা সমাজসেবা কার্যালয়,রাজবাড়ী।

19

বেসরকারী এতিমখানা ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান

নিবন্ধিত এতিমখানার 6-18 বছর পর্যন্ত এতিম শিশুদের স্নেহ-ভালবাসা ও আদর যত্নের মাধ্যমে লালন পালন, আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তি মুলক প্রশিক্ষণ প্রদানে লক্ষ্যে জনপ্রতি বিদ্যমান মাসিক 1000/- টাকা ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান করা।

উপজেলা সমাজসেবা কার্যালয়,কালুখালী,রাজবাড়ী।

20

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা/ক্লাব এর অনুদান প্রদান

নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের জন্য সাধারণ এবং আয় বরধক কর্মসূচীর জন্য অনুদান

উপজেলা সমাজসেবা কার্যালয়,কালুখালী,রাজবাড়ী।

 

অসহায়, দুঃস্থ্যরোগীদের অধিকার সুরক্ষা, কল্যাণ ও পুনর্বাসন

21

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম

হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রাপ্তিতে সহায়তা ও দিক নির্দেশনা প্রদান দরিদ্র ও অসহায় রোগীদের ও ঔষধ, রক্ত, পথ্য  বস্ত্র, চশমা, ক্র্যাচ, কৃত্রিম অংগ প্রদানসহ বিভ্নি চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।

বেওয়ারিশ বা পরিত্যাক্ত শিশু পুনর্বাসন ও বেওয়ারিশ লাশ দাফন/সৎকার করা হয়।

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম,সদর হাসপাতাল,রাজবাড়ী।

(সংশ্লিষ্ট সকল উপজেলার)

22

প্রতিবন্ধী শনাক্তকরণ জরীপ কর্মসূচী।

প্রতিবন্ধী ব্যক্তিদের ডাক্তার কর্তৃক সনাক্তকরনের মাধ্যমে অনলাইনে ডাটা বেইজসহ প্র্রতিবন্ধী পরিচয় পত্র/ সূবর্ণ নাগরিক র্কাড প্রদান

উপজেলা সমাজসেবা কার্যালয়, কালুখালী,রাজবাড়ী।

 

 

 

23

ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচী

 ভিক্ষুকদেরকে বয়স্ক ভাতা,বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদানের মাধ্যমে

ভিক্ষুক পুনর্বাসন করা।

উপজেলা সমাজসেবা কার্যালয়, কালুখালী,রাজবাড়ী।

 

24

ক্যান্সার ,কিডনী,লিভার সিরোসিস, জম্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা কমসূর্চী।

সরকার কর্তৃক ক্যান্সার ,কিডনী, লিভার সিরোসিস, জম্মগত হৃদরোগীদের  অনলাইনে  আবেদনের প্রেক্ষিতে 50,000/- টাকা আর্থিক সহায়তা প্রদান।

সমাজসেবা অফিদপতর,ঢাকা।